বিপদ, (অপ্র.) বিপত্ (বিপদ্) [ bipada, (apra.) bipat (bipad) ] বি.
1 সংকট, বিপত্তি, আপদ;
2 ঝঞ্ঝাট, ঝামেলা (এ কী উটকো বিপদ?);
3 দুর্ঘটনা, দুর্দৈব;
4 দুরবস্হা (বিপদের দিনে কারও সাহায্য পায়নি)।
[সং. বি + √ পদ্ + ক্বিপ্]।
বিপতকাল (বিপৎকাল, বিপত্-কাল) বি. বিপজ্জনক সময়, বিপদের সময়।
বিপতপাত (বিপৎপাত, বিপত্-পাত) বি. বিপদ ঘটা (বিপত্পাতের সম্ভাবনা)।
বিপদ্-গর্ভ, বিপদগর্ভ বিণ. বিপজ্জনক, বিপদের সম্ভাবনাযুক্ত।
বিপদ্-গ্রস্ত, বিপদগ্রস্ত বিণ. বিপদে পতিত, বিপন্ন।
বিপদচিহ্ন, বিপদ্-চিহ্ন বি. বিপদ সম্বন্ধে সাবধান করার জন্য চিহ্ন।
বিপদবহুল বিণ. বিপত্পূর্ণ।
বিপদভঞ্জন বি. বিণ. বিপদ দুরকারী।
বিপদরেখা, বিপতসীমা (বিপৎসীমা, বিপত্-সীমা) বি. নদী বা জলাধারের জলস্ফীতি যে রেখা বা সীমা ছাপিয়ে উঠলে প্লাবনজনিত বিপদের আশঙ্কা থাকে, danger-level.
বিপদমুক্তি (বিপদ্-মুক্তি) বি. বিপদের আশঙ্কা থেকে মুক্তি।
বিপদসংকুল বিণ. বিপজ্জনক, সংকটজনক।
বিপদসংকেত বি. বিপদের সম্পর্কে সতর্ক করার জন্য সংকেত, danger signal, siren.
বিপদাপদ বি. নানাপ্রকার বিপদ বা বিঘ্ন।
বিপদাপন্ন বিণ. বিপন্ন।
বিপদুদ্ধার বি. বিপদ থেকে নিষ্কৃতি, বিপদমুক্তি।
বিপদ্দশা বি. বিপন্ন অবস্হা।
Leave a Reply