বিপথ [ bipatha ] বি.
1 মন্দ বা ভুল পথ;
2 অসত্ পথ বা অসত্ জীবনযাত্রা (বিপথে চলা, বিপথগামী)।
[সং. বি + পথ]।
বিপথগামী (-মিন্) বিণ. বিপথে গেছে এমন (অল্পবয়সেই বিপথগামী হয়েছে)।
স্ত্রী. বিপথগামিনী।
বিপথচারী (-রিন্) বিণ. বিপথে চলছে এমন, কুপথ অনুসরণ করছে এমন।
স্ত্রী. বিপথচারিণী।
বি.বিপথচারিতা।
Leave a Reply