বিনোদ [ binōda ] বি.
1 সন্তোষ বা সন্তোষসাধন, আনন্দ বা আনন্দিতকরণ;
2 আমোদ, আমোদ-প্রমোদ, বিহার।
☐ বিণ. মনোরম (বিনোদ বেণি); প্রিয়; সুন্দর (বিনোদ নাগর)।
[সং. বি + √ নুদ্ + অ]।
বিনোদন বি.
1 সানন্দে যাপন (অবসর-বিনোদন);
2 মোচন, অপনোদন, দূরীকরণ (ক্লান্তি-বিনোদন)।
বিনোদিত বিণ. আমোদিত বা তুষ্ট বা দূরীকৃত হয়েছে এমন।
বিনোদিয়া বিণ. (প্রা. কা.) আনন্দদায়ক, রমণীয় (‘বিনোদিয়া বেণীর শোভায়’: ভা. চ.)।
বিনোদী (-দিন্) বিণ.
1 বিনোদনকারী;
2 আনন্দদায়ক।
বিনোদিনী বিণ. বিনোদী-র স্ত্রীলিঙ্গে; 1 সুন্দরী; 2 আনন্দদায়িনী।
☐ বি. শ্রীরাধিকা।
Leave a Reply