ভগ্ন [ bhagna ] বিণ.
1 ভাঙা (ভগ্নদশা, ভগ্ন বাঁশি);
2 খণ্ডিত;
3 চূর্ণ (ভগ্নপ্রাসাদ, ভগ্নসৌধ);
4 বাঁকা, কুঁজো (ভগ্নপৃষ্ঠ);
5 স্বাস্হ্যহীন (ভগ্নদেহ);
6 ব্যর্থ, নষ্ট (ভগ্নমনোরথ);
7 দুঃখে অবসন্ন বা হতাশ (ভগ্নহৃদয়, ভগ্নোদ্যম)।
[সং. √ ভন্জ্ + ত।
ভগ্নকণ্ঠ — ভগ্নস্বর -এর অনুরূপ।
ভগ্নচিত্ত বিণ. মন ভেঙে গেছে এমন।
ভগ্নদশা বি. ধ্বংসপ্রাপ্ত অবস্হা।
ভগ্নদূত বি. যে-দূত যুদ্ধে ব্যর্থতা বা পরাজয়ের সংবাদ নিয়ে আসে।
ভগ্নদেহ বিণ. শরীর ভেঙে গেছে এমন।
ভগ্নপৃষ্ঠ বিণ. পিঠ বেঁকে বা কুঁজো হয়ে গেছে এমন।
ভগ্নপ্রায় বিণ. প্রায় ভেঙেছে এমন।
ভগ্নস্তুপ বি. স্তূপাকার ধ্বংসাবশেষ, ঘরবাড়ি ও অন্যান্য পাকা ইমারতের ভেঙে-পড়া অবস্হা।
ভগ্নস্বর, ভগ্নকণ্ঠ বিণ. গলার স্বর বা আওয়াজ ভেঙে বিকৃত হয়েছে এমন।
☐ বি. ভেঙে-যাওয়া কণ্ঠস্বর।
ভগ্নস্বাস্হ্য বিণ. রোগে বা অন্য কারণে শরীর ভেঙে গেছে এমন।
ভগ্নহৃদয় বিণ. মন ভেঙে গেছে এমন।
ভগ্নাংশ বি. 1 ভগ্ন বা খণ্ডিত বস্তুর অংশ; 2 (গণিতে) 1 -এর চেয়ে কম বা ছোটো রাশি, ভগ্নাঙ্ক, fraction.
ভগ্নাঙ্ক বি. (গণিতে) 1 -এর অংশঘটিত বা 1 -এর চেয়ে কম বা ছোটো রাশি।
ভগ্নাবশেষ বি. কোনো বস্তু হয়ে গেলে যা পড়ে থাকে বা যা অবশিষ্ট থাকে (প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ)।
বিণ. ভগ্নাবশিষ্ট।
ভগ্নাবস্হা বি. ভাঙাচোরা অবস্হা, ভগ্নদশা।
ভগ্নোতসাহ (ভগ্নোত্সাহ, ভগ্নোৎসাহ), ভগ্নোদ্যম বিণ. উত্সাহ চলে গেছে এমন, হতাশ।
Leave a Reply