বিনিবর্তন [ bini-bartana ] বি.
1 পুনরায় আগমন বা গমন, প্রত্যাবর্তন, ফিরে আসা বা ফিরে যাওয়া;
2 বিরতি।
[সং. বি + নি + √ বৃত্ + অন];
3 ফেরানো।
[সং. বি + নি + √ বৃত্ + ণিচ্ + অন]।
বিনিবর্তিত বিণ. ফেরানো বা নিরস্ত করা হয়েছে এমন।
বিনিবৃত্ত বিণ. ফিরেছে বা নিরস্ত হয়েছে এমন (বনবাস থেকে বিনিবৃত্ত)।
Leave a Reply