বিনয় [ binaẏa ] বি.
1 নম্রতা;
2 বিনীত নিবেদন, মিনতি;
3 শিক্ষা (তু. বৌ. শা. বিনয়পিটক);
4 দমন, শাসন।
[সং. বি + √ নী + অ]।
বিনয়নম্র বিণ. বিনয়াবনত (বিনয়নম্র ব্যবহার)।
বিনয়াবনত বিণ. বিনয়ে অবনত; অতি বিনয়ী।
স্ত্রী. বিনয়াবনতা।
বিনয়ী (-য়িন্) বিণ. বিনয়যুক্ত, বিনীত।
Leave a Reply