বিনত [ binata ] বিণ.
1 নিচু হয়ে আছে এমন, অবনত, নত;
2 প্রণত;
3 নম্র (বিনত ভঙ্গি)।
[সং. বি + নত]।
বিনতা বিণ. বিনত -র স্ত্রীলিঙ্গ।
☐ বি. কশ্যপমুনির পত্নী।
বিনতানন্দন, বৈনতেয় বি. বিনতার পুত্র অরুণ ও গরুড়।
বিনতি বি.
1 প্রণতি;
2 নম্রতা, বিনয়;
3 বিনয়পূর্বক নিবেদন, অনুনয়।
Leave a Reply