বিধেয় [ bidhēẏa ] বিণ.
1 বিধিসম্মত, ন্যায়সংগত, উচিত (এ কাজ বিধেয় নয়);
2 করণীয় (বিধেয় কর্মের অনুষ্ঠান);
3 বশীকৃত (বিধেয়াত্মা)।
☐ বি.
1 (ব্যাক.) যে বাক্যাংশ সম্বন্ধে কিছু বলা হয় অর্থাত্ ক্রিয়া ও তার সহযোগী শব্দসমূহ, predicate;
2 (দর্শ.) অপরিজ্ঞাত বিষয় বা বস্তু ‘অনুবাদ’-এর বিপরীত (‘অনুবাদ আগে পিছে বিধেয় স্হাপন’: চৈ. চ.)।
[সং. বি + √ ধা + য]।
বিধেয়ক বি. প্রবর্তনের জন্য বিধানসভায় উপস্হাপিত আইনের খসড়া, bill (স.প.)।
Leave a Reply