বিধি [ bidhi ] বি.
1 বিধান, নিয়ম, ব্যবস্থা (সরকারি বিধি, পূজাবিধি);
2 উপায়, প্রণালী, ক্রম (কার্যবিধি);
3 ভাগ্য, দৈব (বিধির বিধান, বিধির বিড়ম্বনা);
4 বিধানকর্তা, ঈশ্বর (‘বিধির বাঁধন কাটবে তুমি’: রবীন্দ্র)।
[সং. বি + √ ধা + ই]।
বিধিজ্ঞ বিণ. শাস্ত্রীয় বিষয়ে অভিজ্ঞ, শাস্ত্রজ্ঞ, শাস্ত্র জানে এমন।
বিধিদর্শী (-র্শিন্) বিণ. শাস্ত্রীয় বিধি বা নিয়মাদি জানে এমন।
বিধিনির্দিষ্ট বিণ. ভাগ্যের দ্বারা স্থিরীকৃত।
বিধিনিষেধ বি. নিয়মের বন্ধন; নিয়মকানুন।
বিধিবদ্ধ বিণ. নিয়মবদ্ধ, নির্দিষ্ট নিয়মানুযায়ী, যথাবিধি।
বিধিবহির্ভূত বিণ. নিয়ম বা ব্যবস্থার অন্তর্ভুক্ত নয় এমন; নিয়মবিরুদ্ধ; বেআইনি।
বিধিবিড়ম্বনা বি. ভাগ্যের ছলনা।
বিধিভঙ্গ বি. নিয়মভঙ্গ।
বিধিমতো বিণ. বিধান বা নিয়ম-অনুযায়ী, যথাবিহিত (বিধিমতো শাস্তি)।
বিধিলিপি বি. ভাগ্যের লিখন; ভাগ্য (বিধিলিপি কে খণ্ডাতে পারে?)।
বিধিশাস্ত্র বি.
1 স্মৃতিশাস্ত্র;
2 ব্যবহারশাস্ত্র, আইন।
বিধিসংগত, বিধিসম্মত বিণ. শাস্ত্রীয় বিধানানুযায়ী; নিয়মানুযায়ী।
Leave a Reply