বিদ্যা [ bidyā ] বি.
1 অধ্যয়ন অনুশীলন প্রভৃতির দ্বারা লব্ধ জ্ঞান;
2 পাণ্ডিত্য;
3 দক্ষতা;
4 শাস্ত্র (‘যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জ্বল্য থাকে’: রবীন্দ্র; চিকিত্সাবিদ্যা, পদার্থবিদ্যা);
5 তত্ত্বজ্ঞান (ব্রহ্মবিদ্যা);
6 সরস্বতীদেবী (বিদ্যার আরাধনা);
7 দুর্গাদেবী, ভগবতীদেবী (দশমহাবিদ্যা)।
[সং. √ বিদ্ + য + আ]।
বিদ্যাকেন্দ্র, বিদ্যায়তন বি. বিদ্যালয়, যেখানে শিক্ষা দেওয়া হয়।
বিদ্যাচর্চা বি. বিদ্যা বা শাস্ত্রাদির অনুশীলন।
বিদ্যাদাতা (-তৃ) বি. শিক্ষক, গুরু।
স্ত্রী. বিদ্যাদাত্রী।
বিদ্যাদান বি. শিক্ষা দেওয়া, অধ্যাপনা।
বিদ্যাদায়িনী বি. বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী।
বিদ্যাদিগগজ (বিদ্যাদিগ্-গজ, বিদ্যাদিগ্গজ) বি.
1 দিগ্বিজয়ী পণ্ডিত;
2 (বিদ্রুপে) অতিমূর্খ।
বিদ্যাদেবী বি. সরস্বতী দেবী।
বিদ্যাধর বি. স্বর্গের গায়করূপে বর্ণিত দেবযোনিবিশেষ।
স্ত্রী. বিদ্যাধরী।
বিদ্যানিকেতন বি. বিদ্যালয়।
বিদ্যানিধি, বিদ্যার্ণব, বিদ্যাসাগর বি.
1 প্রগাঢ় পাণ্ডিত্য;
2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ।
বিদ্যানুরাগ বি. বিদ্যার প্রতি শ্রদ্ধা ও আগ্রহ।
বিদ্যানুরাগী (-গিন্) বিণ. বিদ্যার প্রতি আগ্রহশীল।
স্ত্রী. বিদ্যানুরাগিণী।
বিদ্যাপীঠ, বিদ্যামন্দির বি. বিদ্যালয়, শিক্ষাকেন্দ্র।
বিদ্যা ফলানো ক্রি. বি. বিদ্যা জাহির করা।
বিদ্যাবত্তা বি. পাণ্ডিত্য।
বিদ্যাবান বিণ. পণ্ডিত. বিদ্বান।
স্ত্রী. বিদ্যাবতী।
বিদ্যাবিনোদ, বিদ্যাবিশারদ, বিদ্যাভূষণ, বিদ্যারত্ন, বিদ্যালংকার বি.
1 অতি পণ্ডিত ব্যক্তি;
2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ।
বিদ্যাবিহীন, বিদ্যাহীন বিণ. মূর্খ, অশিক্ষিত।
স্ত্রী. বিদ্যাবিহীনা, বিদ্যাহীনা।
বিদ্যাব্যবসায়ী (-য়িন্) বিণ. বি. অর্থের বিনিময়ে বিদ্যা দান করে এমন; বেতনভোগী শিক্ষক।
বিদ্যাভ্যাস বি. বিদ্যাচর্চা, বিদ্যাশিক্ষা।
বিদ্যায়তন বি. বিদ্যালয়া।
বিদ্যারম্ভ বি. শিক্ষার শুরু, হাতে-খড়ি।
বিদ্যার্জন বি. বিদ্যাশিক্ষা।
বিদ্যার্থী (-র্থিন্) বিণ. বিদ্যালাভে আগ্রহী।
☐ বি. 1 ছাত্র; 2 শিষ্য।
স্ত্রী. বিদ্যার্থিনী।
বিদ্যালয় বি. বিদ্যাশিক্ষার কেন্দ্র, শিক্ষাকেন্দ্র; স্কুল।
বিদ্যালাপ বি. শাস্ত্র আলোচনা।
বিদ্যাশ্রম বি. বিদ্যালয়।
বিদ্যাহীন বিণ. অশিক্ষিত, মূর্খ।
Leave a Reply