বিদেশ [ bidēśa ] বি.
1 প্রবাস, স্বদেশ ভিন্ন অন্য দেশ;
2 বিচ্ছিন্ন বা দূরবর্তী স্হান (‘ঘর হইতে আঙিনা বিদেশ’)।
[সং. বি + দেশ]।
বিদেশনীতি বি. কোনো রাষ্ট্রের বা রাজ্যের অন্য দেশ সম্পর্কিত নীতি, foreign policy.
বিদেশবাস বি. প্রবাসে কাটানো, অন্য দেশে বসবাস করা।
বিদেশবিভুঁই বি. অন্য দেশ, অপরিচিত দেশ; অপরিচিত স্হান (বিদেশবিভুঁইতে প্রাণটা দিতে চাই না)।
বিদেশযাত্রা বি. অন্য দেশের উদ্দেশে যাত্রা।
বিদেশাগত বিণ. অন্য দেশ থেকে এসেছে এমন।
বিদেশি, বিদেশী বিণ. বি. ভিন্ন দেশবাসী; অন্য দেশের লোক; ভিন্নদেশীয় (বিদেশি রীতি, বিদেশি মুদ্রা)।
বিদেশিনী, বিদেশিনি বিণ. বি. (স্ত্রী.) বিদেশবাসিনী (‘আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী’: রবীন্দ্র)।
বিদেশীয়, বৈদেশিক বিণ. বিদেশসম্বন্ধীয়; ভিন্ন দেশজাত; ভিন্নদেশবাসী।
Leave a Reply