বিদগ্ধ [ bidagdha ] বিণ.
1 পণ্ডিত, বিদ্বান;
2 রসজ্ঞ, রসিক;
3 নিপুণ।
[সং. বি (=বিশেষরূপে) + দগ্ধ (=ভস্মীভূত অজ্ঞান যার, এই অর্থে)।
বিদগ্ধা বিণ. বিদগ্ধ -র স্ত্রীলিঙ্গে।
☐ বি. রসগ্রহণে সমর্থা বা সুরসিকা নায়িকা।
বিদগ্ধসমাজ বি. পণ্ডিতমহল; রসিকজনসমূহ।
বৈদগ্ধ্য বি. পাণ্ডিত্য, বিদ্যাবত্তা; রসজ্ঞতা।
Leave a Reply