বিতরক [ bitaraka ] বিণ. বিতরণকারী, যে বণ্টন করে বা বিলিয়ে দেয়।
[সং. বি + √ তৃ+ অক]।
বিতরণ বি. বিলিয়ে দেওয়া; বণ্টন বা ভাগ করে দেওয়া; বহু লোককে দান করা।
বিতরা (কাব্যে) ক্রি. বিতরণ করা, বিলানো (‘বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে’: রবীন্দ্র)।
বিতরিত বিণ. (অশু. কিন্তু প্রচলিত) বিতরণ করা হয়েছে এমন, বণ্টিত, বিতীর্ণ।
Leave a Reply