বিড়ম্বনা, বিড়ম্বন [ biḍ়mbanā, biḍ়mbana ] বি.
1 বঞ্চনা, ছলনা, প্রতারণা (ভাগ্যের বিড়ম্বনা);
2 অনর্থক দুর্ভোগ (চেষ্টা করা বিড়ম্বনা মাত্র, দুর্যোগে পথে বেরিয়ে কী বিড়ম্বনাই না হল);
3 (বিরল) অনুকরণ।
[সং. বি + √ ডম্ব্ + অন + আ, অন]।
বিড়ম্বিত বিণ.
1 প্রবঞ্চিত, প্রতারিত;
2 ক্লেশিত, ক্লেশপ্রাপ্ত (বিড়ম্বিত জীবন);
3 অনুকৃত।
Leave a Reply