বিচ্ছেদ [ bicchēda ] বি.
1 বিয়োগ, বিরহ, ছাড়াছাড়ি (স্বজনবিচ্ছেদ, বিচ্ছেদব্যথা);
2 বিভেদ, পার্থক্য;
3 বিরতি;
4 বিশ্লেষণ (সন্ধিবিচ্ছেদ)।
[সং. বি + √ ছিদ্ + অ]।
বিচ্ছেদকাতর, বিচ্ছেদক্লিষ্ট বিণ. বিরহে বা ছাড়াছাড়ি হওয়ায় কাতর।
বিচ্ছেদকামী বিণ. বিভেদ বা পার্থক্য বা বিচ্ছিন্নতা কামনা করে এমন।
বিচ্ছেদন বি. পৃথক্করণ।
বিচ্ছেদমূলক বিণ.
1 পার্থক্য করে এমন;
2 ঐক্য বা সংহতি বিনষ্ট করে এমন।
Leave a Reply