বিঘ্ন [ bighna ] বি.
1 বাধা, ব্যাঘাত, প্রতিবন্ধ;
2 বিপদ।
[সং. বি + √ হন্ + অ]।
বিঘ্নকর, বিঘ্নকারী (-রিন্) বিণ. বাধাজনক; বাধা সৃষ্টি করে এমন।
বিঘ্ননাশন, বিঘ্নবিনাশন, বিঘ্নহর, বিঘ্নহারী (-হারিন্) বিণ. বিঘ্ন দূরকারী।
☐ বি. সিদ্ধিদাতা গণেশ।
বিঘ্নপূর্ণ, বিঘ্নময় বিণ. বাধাজনক, বিঘ্নসংকুল।
বিঘ্নসংকুল বিণ. বাধাবিঘ্নযুক্ত, বিঘ্নপূর্ণ।
বিঘ্নিত বিণ. বাধাপ্রাপ্ত; প্রতিহত (শান্তি বিঘ্নিত হওয়া, অগ্রগতি বিঘ্নিত হওয়া)।
Leave a Reply