বিঘটন [ bighaṭana ] বি.
1 বিশ্লেষণ, analysis;
2 ব্যাঘাত;
3 বিরোধ;
4 অনিষ্ট, ক্ষতি (অঘটন-বিঘটন);
5 বিকাশ;
6 অশুভ বা অশান্তিজনক ঘটনা।
[সং. বি + √ ঘট্ + অন]।
বিঘটিত বিণ.
1 বিশ্লেষিত;
2 ব্যাহত;
3 বিশেষরূপে রচিত;
4 বিকশিত;
5 এলোমেলোভাবে ঘটেছে এমন।
☐ বি. (ব্রজ.) বিপরীত বা মন্দ ঘটনা, অনিষ্ট (‘এ বিঘটিত বিহি নিরমাণ’: বিদ্যা)।
Leave a Reply