বিগত [ bigata ] বিণ.
1 যা অতীত হয়েছে এমন, অতীত, গত (বিগত বত্সর);
2 প্রস্হিত, চলে গেছে এমন, অতিক্রান্ত (বিগত যৌবন);
3 অপগত;
4 নষ্ট (বিগতশ্রী);
5 মৃত (বিগতপ্রাণ)।
[সং.বি + গত]।
বিগতপ্রাণ বিণ. মৃত, নিষ্প্রাণ।
বিগতভী বিণ.
1 যার ভয় দূর হয়েছে;
2 নির্ভীক।
বিগতযৌবন বিণ. যার যৌবন অতিক্রান্ত হয়েছে, যৌবন পার হয়ে গেছে এমন।
বিগতশোক বিণ. যার দুঃখ দূর হয়েছে।
বিগতশ্রী বিণ.
1 শ্রীহীন;
2 সৌন্দর্য নষ্ট হয়েছে এমন।
বিগতস্পৃহ বিণ.
1 আকাঙ্ক্ষা বা বাসনা দূর হয়েছে এমন;
2 নিস্পৃহ।
Leave a Reply