বিক্ষোভ [ bikṣōbha ] বি.
1 আলোড়ন, চাঞ্চল্য (চিত্তবিক্ষোভ, প্রবৃত্তির বিক্ষোভ);
2 অস্হিরতা, সংক্ষোভ (তরঙ্গ বিক্ষোভ);
3 বিশেষ অসন্তোষ ও তজ্জনিত প্রতিবাদ-আন্দোলন (ছাত্রবিক্ষোভ)।
[সং. বি + ক্ষোভ]।
বিক্ষোভ প্রদর্শন বি. অসন্তোষ প্রকাশের জন্য সমবেতভাবে বিক্ষোভ দেখানো।
বিক্ষোভ মিছিল বি. অসন্তোষ প্রকাশের জন্য একত্রে যাত্রা।
বিক্ষোভ সমাবেশ বি. বিক্ষোভ দেখানোর জন্য জমায়েত।
Leave a Reply