বৈক্লব্য [ baiklabya ] বি.
1 কাতরতা, দুর্বলতা (ইন্দ্রিয়বৈক্লব্য);
2 বিমূঢ় ভাব, বিহ্বলতা, সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতা;
3 চিত্তচাঞ্চল্য।
[সং. বিক্লব + য]।
বৈক্লব্য বি. বিক্লব [ biklaba ] বিণ.
1 আচ্ছন্ন, বিহ্বল;
2 মোহান্ধ, মোহমুগ্ধ;
3 কাতর;
4 বিকল।
[সং. বি + √ ক্লব্ (ভয়) + অ]।
Leave a Reply