বিকৃত [ bikṛta ] বিণ.
1 বিকারপ্রাপ্ত, অস্বাভাবিক রূপপ্রাপ্ত বা অবস্হাপ্রাপ্ত (বিকৃত মন);
2 অযথার্থ (বিকৃত বর্ণনা);
3 শ্রীভ্রষ্ট (বিকৃত চেহারা);
4 বিকট (বিকৃত মূর্তি);
5 পচা (বিকৃত মাংস);
6 দোষযুক্ত (বিকৃত রুচি);
7 ব্যাধিগ্রস্ত (বিকৃতমস্তিষ্ক)।
[সং. বি + √ কৃ + ত]।
বিকৃতকণ্ঠ, বিকৃতস্বর বি. অস্বাভাবিক স্বর; ভাঙা গলা।
☐ বিণ. স্বর বিকৃত হয়েছে বা গলা ভেঙেছে এমন।
বিকৃতমস্তিষ্ক বিণ. উন্মত্ত, পাগল।
☐ বি. বিকারগ্রস্ত মস্তিষ্ক।
বিকৃতরুচি বি. কুরুচি।
☐ বিণ. অসুন্দর রুচিযুক্ত।
বিকৃতি বি. বিকৃত ভাব বা অবস্হা, বিকার; রোগ।
Leave a Reply