বিকাশ, (অপ্র.) বিকাস [ bikāśa, (apra.) bikāsa ] বি.
1 প্রকাশ (দন্তবিকাশ);
2 উন্মেষ (ভাবের বিকাশ, প্রাণের বিকাশ);
3 বিস্তার, প্রসার (সভ্যতার বিকাশ, বুদ্ধির বিকাশ);
4 প্রস্ফুটন (পুষ্পের বিকাশ)।
[সং. বি + √ কাশ্, √ কাস্ + অ]।
বিকাশন বি. প্রকাশিতকরণ; উন্মীলন, প্রসারণ; প্রস্ফুটন।
বিকাশশীল বিণ. অনুন্নত অবস্হা অতিক্রম করে উন্নতিসাধনে নিরত, উন্নয়নশীল (বিকাশশীল দেশের অর্থনীতি)।
বিকাশিত, বিকাসিত বিণ. প্রকাশিত।
বিকাশোন্মুখ বিণ. বিকশিত হওয়ার উপক্রম করেছে এমন।
Leave a Reply