বিকার1 [ bikāra1 ] বি.
1 স্বাভাবিক অবস্হার অন্যথা, বিকৃতি বা বৈগুণ্য, অস্বাভাবিক রূপান্তর বা ভাব (মনোবিকার, চিত্তবিকার);
2 অস্বাস্হ্য, রোগ;
3 ব্যাধির ঘোরে উচ্চারিত প্রলাপ ও মস্তিষ্কবিকৃতি (জ্বরবিকার);
4 বিকৃতি, মন্দ হওয়া, পচ ধরা (আদর্শের বিকার, ধর্মের বিকার);
5 বিকৃতির জন্য অবস্হান্তর (দুধের বিকার দই);
6 পরিবর্তনের ফলে উত্পন্ন বস্তু।
[সং. বি + √ কৃ অ]।
বিকারগ্রস্ত বিণ.
1 বিকার হয়েছে এমন, বিকৃত;
2 প্রলাপ বকছে এমন।
বিকারহীন বিণ.
1 বিকৃতি নেই এমন;
2 (বাং.) নির্লিপ্ত, নির্বিকার, সমস্তরকম মানসিক চাঞ্চল্য বা উত্তেজনা থেকে মুক্ত।
বিকারী (-রিন্) বিণ.
1 বিকারযুক্ত;
2 পরিবর্তনশীল।
বিকার্য বিণ. 1 বিকারযোগ্য; 2 পরিবর্তনীয়।
বিকার2 [ bikāra2 ] বি.
1 চওড়া মুখওয়ালা কাচের পানপাত্রবিশেষ;
2 বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত চওড়া মুখওয়ালা কাচের পাত্রবিশেষ।
[ইং. beaker]।
Leave a Reply