বৈকল্য [ baikalya ] বি.
1 স্বাভাবিক কাজ করতে অক্ষমতা (ইন্দ্রিয় বৈকল্য);
2 অঙ্গহীনতা;
3 বিকৃতি, বিহ্বলতা (চিত্তবৈকল্য)।
[সং. বিকল + য]।
বিকলতা, বৈকল্য বি. বিকল [ bikala ] বিণ.
1 বিকৃতিগ্রস্ত, কোনো এক বা একাধিক অংশ নেই এমন (বিকলাঙ্গ);
2 অক্ষম, অসমর্থ (শরীর বিকল হওয়া);
3 অচল (বিকল ঘড়ি, বিকল যন্ত্র);
4 অস্হির, বিহ্বল (বিস্ময়বিকল প্রাণ)।
[সং. বি + কলা (অংশ)]।
Leave a Reply