বাহ্য1 [ bāhya1 ] বিণ. বহনীয়, বহন করা যায় বা বহন করা উচিত এমন, বহনের উপযোগী (নৌবাহ্য নদী)।
[সং. √ বহ্ + য]।
বাহ্য2 [ bāhya2 ] বিণ.
1 বহিস্হ, বাইরের (বাহ্য সৌন্দর্য, বাহ্য জগত্);
2 অযথার্থ বা অপ্রধান (‘এহ বাহ্য আগে কর আর’)।
[সং. বহিস্ + য]।
বাহ্যকৃত্য, বাহ্যক্রিয়া বি. (বাড়ির বাইরে গিয়ে করা হত বলে) মলত্যাগ।
বাহ্যজগত্ বি. জড়জগত্।
বাহ্যজ্ঞান বি. বহির্বিষয়ের জ্ঞান; ইন্দ্রিয়ের সাহায্যে লব্ধ জ্ঞান; চেতনা।
বাহ্যজ্ঞানহীন বিণ. অচেতন, অজ্ঞান।
বাহ্যদৃষ্টি বি. চর্মচক্ষুর দ্বারা দর্শন, আপাতদৃষ্টি।
বাহ্যিক (বাং. কিন্তু প্রচলিত) বিণ.
1 আপাতদৃষ্ট;
2 বাইরের।
Leave a Reply