বাহু [ bāhu ] বি.
1 ভুজ, কাঁধ থেকে হাতের আঙুল পর্যন্ত দেহাংশ;
2 (জ্যামি.) চতুর্ভুজ ত্রিভুজ প্রভৃতির পার্শ্বরেখা।
[সং. √ বাধ্ + উ]।
বাহুডোর বি. প্রীতি বা সোহাগ জানাতে দুই হাতে মালার মতো ঘিরে রাখা অবস্হা, বাহুবন্ধন।
বাহুত্র, বাহুত্রাণ বি. যোদ্ধাদের হাতকে রক্ষা করার জন্য বর্মবিশেষ।
বাহুবন্ধ বি. বাহুতে পরিধেয় গহনাবিশেষ, বাজুবন্ধ।
বাহুবন্ধন বি. আলিঙ্গন।
বাহুবল বি. গায়ের জোর।
বাহুমূল বি. বগল, কক্ষ।
বাহুযুদ্ধ বি.
1 কুস্তি, মল্লযুদ্ধ;
2 হাতাহাতি।
বাহুলতা বি. (সচ. নারীর) লতার মতো কোমল ও সুন্দর বাহু।
Leave a Reply