বাহির [ bāhira ] বি.
1 ঘরের বাইরের জীবন ও জগত্ (বাহিরের আলো, বাহিরের জীবন);
2 বাইরের দিক, বহির্দেশ (বাড়ির বাহিরটাই দেখেছি)।
☐ বিণ.
1 বহির্গত, নিষ্ক্রান্ত (ঘর থেকে বাহির হওয়া);
2 উদ্গত (চারা বাহির হওয়া, অঙ্কুর বাহির হওয়া);
3 নিষ্কাশিত (খাপ থেকে তলোয়ার বাহির হল, নর্দমা দিয়ে জল বাহির হওয়া);
4 নিঃসৃত, ক্ষরিত (ক্ষতস্হান থেকে রক্ত বাহির হওয়া);
5 প্রকাশিত (বইটি শীঘ্রই বাহির হবে);
6 বিজ্ঞাপিত (পরীক্ষার ফল বাহির হওয়া);
7 প্রদর্শিত, আবিষ্কৃত (খুঁত বাহির করা);
8 বহিষ্কৃত (ঘর হইতে বাহির করিয়া দেওয়া হইল);
9 আয়ত্তের বহির্ভূত, অতীত (শাসনের বাহির);
10 বহির্দেশস্হ (বাহির বাড়ি, বাহির মহল)।
[সং. বহিস্-তু. সাঁও. বাহির]।
বাহিরে বি. (সাধু.)
1 (অধি-৭মী) বহির্ভাগে (বাহিরে গিয়াছে);
2 অন্য স্হানে (ঘরে-বাহিরে)।
☐ অব্য. অতিরিক্ত (ইহার বাহিরে কিছুই জানি না)।
Leave a Reply