বাহাদুর [ bāhādura ] বিণ.
1 কৃতী, অসাধ্যসাধনকারী, অতি কঠিন কাজ করতে পেরেছে এমন;
2 কর্মকুশল;
3 বীর।
☐ বি. সরকারি খেতাবিবিশেষ (নবাববাহাদুর, রাজাবাহাদুর)।
[ফা. বহাদুর]।
বাহাদুরি বি.
1 বীরত্ব, পৌরুষ (খুব বাহাদুরি দেখিয়েছ);
2 কর্মদক্ষতা;
3 কৃতিত্বের গৌরব (এর জন্য তুমি কোনো বাহাদুরি পেতে পার না)।
Leave a Reply