বাহী1 [ bāhī1 ] বিণ. স্ত্রী. -বাহ [ -bāha ] বিণ. বহনকারী (মেঘবাহ, বারিবাহ)।
☐ বি. অশ্ব, রথ ইত্যাদি বাহন।
[সং. √ বহ্ + অ]।
দ্র বাহ।
বাহী2 [ bāhī2 ] (-হিন্) বিণ.
1 এক স্হান থেকে অন্য স্হানে বহনকারী, বহনকারী (ভারবাহী, যাত্রীবাহী);
2 যুগ থেকে যুগান্তরে বহনকারী (ঐতিহ্যবাহী);
3 বহে যায় এমন (পূর্ববাহী নদ)। [সং. √ বহ্ + ইন্]।
বিণ. স্ত্রী. বাহিনী (পূর্ববাহিনী নদী)।
Leave a Reply