বাস্তু [ bāstu ] বি.
1 বাসস্হান, বাসগৃহ;
2 ভিটা;
3 স্হায়ী বসতজমি বা বসতবাড়ি।
[সং. √ বস্ + তু]।
বাস্তুক বি. বেথুয়া বা বেথো শাক।
বাস্তুকর্ম বি. বাসগৃহ নির্মাণ।
বাস্তুকার বি. গৃহাদির নির্মাতা বা গৃহনির্মাণের পরিকল্পনারচয়িতা, civil engineer.(বি. প.)।
বাস্তুঘুঘু (আল.) অতি দুষ্ট ও ধূর্ত লোক; স্হায়ী আ়ড্ডা গেড়ে বসেছে এমন বদমাশ ও ধূর্ত লোক।
বাস্তুত্যাগী বি. গৃহত্যাগী, যে গৃহ ছেড়ে গেছে।
বাস্তুদেবতা, বাস্তুপুরুষ বি. গৃহ বা বংশের অধিদেবতা; পুরুষানুক্রমে উপাসিত দেবতা।
বাস্তুপূজা বি. সাধারণত পৌষ-সংক্রান্তির দিনে অনুষ্ঠিত বাস্তুশুদ্ধির পূজা।
বাস্তুভিটা বি. যে ভূমিখণ্ডের উপর পুরুষানুক্রমে বাসগৃহ স্হাপিত।
বাস্তুশিল্প বি. গৃহনির্মাণশিল্প।
বাস্তুসাপ বি. যে সাপ দীর্ঘকাল যাবত্ কোনো বাস্তুভিটায় নিরুপদ্রবে বাস করে আসছে।
বাস্তুহারা বিণ. বি. গৃহহীন; উদ্বাস্তু।
Leave a Reply