বাসা1 [ bāsā1 ] বি. বাসক গাছ (বাসারিষ্ট)।
[সং. √ বাস্+ অ + আ]।
বাসা2 [ bāsā2 ] ক্রি.
1 মনে করা (তাহারে বেসেছি ভালো, ‘নিমিখে শতেক যুগ হারাই হেন বাসি’: বৈ. প.);
2 বোধ করা, অনুভব করা (লাজ বাসি মনে, এখন কেমন বাসছ?);
3ভালোবাসা (‘তুমি অবসর মতো বাসিয়ো’: রবীন্দ্র)।
[সং. √ বস্ + বাং. + আ]।
বাসা3 [ bāsā3 ] বি.
1 বাসস্হান (বাসায় ফেরা);
2 কুলায়, নীড়, কীটপতঙ্গাদির বাসস্হান (পাখির বাসা, পিঁপড়ের বাসা);
3 অস্হায়ী বাসস্হান (মেসের বাসা, বাসাটা উঠিয়ে দিয়েছি);
4 ভাড়াটে বাড়ি (বাসা ভাড়া করা)।
[সং. বাস + বাং. আ-তু. প্রাকৃ. বাসা]।
বাসাবাড়ি বি. বাসের জন্য ভাড়াটে বাড়ি।
Leave a Reply