বাসর1 [ bāsara1 ] বি.
1 বরকন্যার বিবাহরজনী যাপন (বাসর জাগা);
2 বরকন্যার বিবাহরজনী যাপনের কক্ষ।
[সং. বাসগৃহ]।
বাসরঘর বি. বরকন্যার বিবাহরজনী যাপনের কক্ষ।
বাসরজাগানি বি. বাসরে রাত্রি জাগরণের বাবদ বরপক্ষের কাছ থেকে কন্যাপক্ষের প্রাপ্য অর্থাদি।
বাসর2 [ bāsara2 ] বি.
1 দিবস, দিন (জন্মবাসর);
2 বার (রবিবাসর)।
[সং. √ বস্ + ণিচ্ + অর]।
বাসরীয় বিণ. দিবসের, বাসরসম্বন্ধীয় (রবিবাসরীয়)।
Leave a Reply