বাসক1 [ bāsaka1 ] বি. ওষুধে ব্যবহৃত ছোটো গাছবিশেষ।
☐ বিণ. সুগন্ধকারক।
[সং. √ বাস্ + অক]।
বাসক2 [ bāsaka2 ]
বি. শয়নগৃহ (‘বাসক শয়নপরে’: রবীন্দ্র)।
[সং. বাস + ক (স্বার্থে)]।
বাসকসজ্জা, বাসসজ্জা বি. নায়কের আসার আশায় যে নায়িকা সুসজ্জিতা হয়ে বাসক সাজিয়ে রাখে।
Leave a Reply