বাস1 [ bāsa1 ] বি. বস্ত্র, কাপড়, আচ্ছাদন (পীতবাস, গাত্রবাস, মলিন বাস)।
[সং. বাসস্]।
বাস2 [ bāsa2 ] বি.
1 আবাস, বাসস্হান (আদিবাস);
2 অবস্হান (বিদেশবাস)।
[সং. √ বস্ + অ]।
বাসভবন বি. বাড়ি, বাস করার গৃহ।
বাসভূমি বি. স্বদেশ।
বাসযোগ্য বিণ. থাকবার উপযুক্ত (‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি’: সুকান্ত)।
বাস3 [ bāsa3 ] বি. সুগন্ধ, সৌরভ (ফুলের বাস)।
[সং. √বাস্ + অ]।
বাস4 [ bāsa4 ] বি. বৃহত্ আকারের যাত্রীবাহী মোটরগাড়িবিশেষ।
[ইং. bus > omnibus]।
বাস5, ব্যস [ bāsa5, byasa ] অব্য.
1 যথেষ্ট হয়েছে, আর না (বাস বাস, আর দিয়ো না);
2 নিঃশেষিত, ফুরিয়েছে, এই শেষ (ব্যস আর নেই);
3 নিবৃত্তি বা ক্ষান্তিসূচক (বাস, আর খেলা নয়);
4 অমনি, সঙ্গে সঙ্গে (ব্যস, লড়াই বেধে গেল)।
[ফা. বস্]।
Leave a Reply