বাল্য [ bālya ] বি. ছেলেবেলা, বালকবয়স, সাধারণত ষোলো বত্সর বয়স পর্যন্ত জীবনকাল।
[সং. বাল + য]।
বাল্যকাল বি. শৈশব, বালকবয়স।
বাল্যপ্রণয়, বাল্যপ্রেম বি. অপ্রাপ্তবয়সে সঞ্জাত প্রেম।
বাল্যবন্ধু, বাল্যসখা, সুহৃত্ বি. বাল্যকাল থেকে যার সঙ্গে বন্ধুত্ব অক্ষুণ্ণ রয়েছে।
বাল্যবিধবা বি. বালিকা বয়সেই যে রমণী বিধবা হয়েছে।
বাল্যবিবাহ বি. অপ্রাপ্তবয়সে বিবাহ।
বাল্যশিক্ষা বি. প্রাথমিক শিক্ষা, শিশুবয়সের প্রথম শিক্ষা।
বাল্যসঙ্গী, বাল্যসহচর বি. বাল্যকালের বন্ধু বা সঙ্গী।
বাল্যাবধি ক্রি বিণ. শিশুকাল থেকে, ছেলেবেলা থেকে।
বাল্যাবস্হা বি. বালকবয়স, শৈশব।
Leave a Reply