বালি1, (বর্জি.) বালী [ bāli1, (barji.) bālī ] বি. (ব্রজ.) বালিকা, অল্পবয়স্কা রমণী (‘বালী বিলাসিনী’: বিদ্যা.)।
[সং. বালিকা]।
বালি2 [ bāli2 ] বি.
সমুদ্রতীরে সঞ্চিত শিলা প্রস্তরাদির ক্ষয়িত কণা, বালু, বালুকা।
[তু. অসম. ওড়ি. বালি]।
বালির বাঁধ (আল.) ক্ষণস্হায়ী বস্তু বা ব্যাপার (‘বড়র পীরিতি বালির বাঁধ’: ভা. চ.)।
বালিঘড়ি বি. সময় নির্ণয়ের জন্য বালুকাপূর্ণ যন্ত্রবিশেষ।
Leave a Reply