বার্ষিক1 [ bārṣika1 ] বিণ.
1 বাত্সরিক, বত্সরসংক্রান্ত (বার্ষিক আয়);
2 প্রতি বত্সরে অনুষ্ঠেয় বা দেয় (বার্ষিক উত্সব, বার্ষিক চাঁদা)।
[সং. বর্ষ + ইক]।
বার্ষিক পরীক্ষা বি. স্কুল ও কলেজের বত্সরান্তে গৃহীত পরীক্ষা; উচ্চতর শ্রেণিতে উত্তরণের জন্য গৃহীত পরীক্ষা।
বার্ষিকী বি. (স্ত্রী.) বছর-বছর যা অনুষ্ঠিত হয়; বছরের পূজা।
☐ বিণ. (স্ত্রী.) প্রতি বছর অনুষ্ঠিত বা প্রকাশিত হয় এমন (বার্ষিকী পূজা, বার্ষিকী পত্রিকা)।
বার্ষিক2 [ bārṣika2 ] বিণ. বর্ষাকালীন।
[সং. বর্ষা + ইক]।
স্ত্রী. বার্ষিকী।
Leave a Reply