বার্তা1 [ bārtā1 ] বি.
1 বৃত্তি;
2 কৃষি-বাণিজ্য পশুপালনাদি বৃত্তি;
3 বৃত্তান্ত।
[সং. বৃত্তি (=জীবিকা) + অ + আ]।
বার্তা2 [ bārtā2 ] বি.
1 খবর, সংবাদ (‘গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে’: রবীন্দ্র);
2 জনশ্রুতি;
3 বৃত্তান্ত।
[সং. বৃত্তি (লোকবৃত্তি) + অ + আ]।
বার্তাজীবী (-জীবিন্) বি. বিণ. সংবাদপত্রে সাংবাদিকের কাজ করে জীবিকা নির্বাহ করে এমন।
বার্তাবহ বি. দূত, সংবাদবাহক।
☐ বিণ. সংবাদবহনকারী (বার্তাবহ পায়রা)।
বার্তাবহন বি. সংবাদ বহন করা।
Leave a Reply