বারি1, বারী [ bāri1, bārī ] বি.
1 হাতি বাঁধার দড়ি বা স্হান (‘বারী-মাঝে নাদে গজ শ্রবণ বিদারি’: মধু);
2 জলপাত্র, কলসি।
[সং. √ বৃ + ণিচ্ + ই, ঈ]।
বারি2 [ bāri2 ] বি. জল।
[সং. √ বারি + ই]।
বারিদ, বারিবাহ, বারিবাহক, বারিবাহন বি. মেঘ।
বারিধর, বারিধি, বারিনিধি বি. সমুদ্র।
বারিধারা বি. জলের স্রোত।
বারিপ্রবাহ বি. জলের তোড় বা স্রোত।
বারিমণ্ডল বি. পৃথিবীর জলময় অংশ, hydrosphere, hygrosphere.
বারিমুক (-মুচ্) বি. মেঘ।
Leave a Reply