বারণ1 [ bāraṇa1 ] বি. হাতি (‘মত্তবারণতুল্য’)।
[সং. √ বৃ + ণিচ্ + অন]।
বারণ2 [ bāraṇa2 ] বি.
1 নিষেধ, মানা (এ কাজ করতে বারণ করেছি, কোনো বারণই শুনল না);
2 নিবৃত্তি; নিবারণ।
[সং. √ বৃ + ণিচ্ + অন]।
বারক বিণ. 1 নিবারক; 2নিষেধকারী; 3 প্রতিবন্ধক।
বারণীয় বিণ. নিবারণযোগ্য, নিবার্য।
Leave a Reply