বায়ু [ bāẏu ] বি.
1 পৃথিবীকে ঘিরে রেখেছে এমন অক্সিজেন ও নাইট্রোজেনজাত গ্যাসীয় বস্তু, হাওয়া, বাতাস;
2 দেহমধ্যস্হ পঞ্চবায়ু;
3 (আয়ু.) দেহমধ্যস্হ ধাতুবিশেষ (কুপিত বায়ু, বায়ুরোগ);
4 বাতিক, বাই।
[সং. √ বা + উ]।
বায়ুকেতু বি. ধূলি, বাতকেতু।
বায়ুকোণ বি. উত্তর ও পশ্চিম দিকের মধ্যবর্তী কোণ।
বায়ুগতিবিদ্যা বি. বায়ুর গতি বা প্রবাহসংক্রান্ত বিদ্যা, aerodynamics.
বায়ুগ্রস্ত বিণ. বায়ু রোগে আক্রান্ত; বাতিকগ্রস্ত।
বায়ুজীবী (-বিন্) বিণ. কেবলমাত্র বায়ু আহার করে জীবনধারণকারী, বায়ুভূক, aerobic (বি. প.)।
বায়ুতাড়িত বিণ. বাতাস তাড়িয়ে নিয়ে গেছে এমন।
বায়ুদূষণ বি. বাতাস দূষিত হওয়া, air pollution.
বায়ুনিরোধক বিণ. বায়ুর প্রবেশ বন্ধকারী. airtight.
বায়ুপথ বি. আকাশ।
বায়ুপরিবর্তন বি. স্বাস্হ্যোন্নতির জন্য অন্য স্হানে যাওয়া।
বায়ুপ্রবাহ বি. ধাবমান বায়ুর স্রোত বা বেগ।
বায়ুভুক (-ভুজ্) বিণ. 1 বায়ু ভক্ষণকারী; 2 (ব্যঙ্গে বা কৌতুকে) অনাহারী।
☐ বি. সাপ।
বায়ুমণ্ডল বি. পৃথিবীর উপরিস্হ যে-স্হান পর্যন্ত বায়ু আছে; পৃথিবীর উপরিস্হ বায়ু, atmosphere.
বায়ুরোগ বি.
1 কুপিত বায়ুজনিত রোগ;
2 উন্মাদ রোগ।
বায়ুশূন্য বিণ. বায়ুহীন; বায়ু নেই এমন।
বায়ুসেবন বি. উন্মুক্ত স্হানের বিশুদ্ধ বায়ু শ্বাসপ্রশ্বাসের সঙ্গে দেহের মধ্যে গ্রহণ।
বায়ুস্তর বি.
1 বায়ুমণ্ডল;
2 বায়ুর থাক।
Leave a Reply