বামন1 [ bāmana1 ] বি.
1 বিষ্ণুর পঞ্চম অবতার;
2 অস্বাভাবিক রকমের বেঁটে লোক (বামন হয়ে চাঁদ ধরতে যাওয়া)।
☐ বিণ. খুব বেঁটে। [সং. √ বামি (√ বম্ + ণিচ্) + অন]।
বামন2, বামুন [ bāmana2, bāmuna ] বি.
1 ব্রাহ্মণ, হিন্দু চতুর্বর্ণের শ্রেষ্ঠ বর্ণ (পূজায় বামুনের অধিকার);
2 পুরোহিত;
3 পাচক (বামুন ঠাকুর)।
[প্রাকৃ. বম্ভণ < সং. ব্রাহ্মণ]।
স্ত্রী. বামনি।
বামনা বি. (তুচ্ছার্থে) বামন; ব্রাহ্মণ; পাচক; পুরোহিত।
বামনাই বি. (বিদ্রুপে) ব্রাহ্মণত্বের গর্ব বা আতিশয্য দেখানো।
বামুনঠাকুর বি.
1 পুরোহিত;
2 পাচকব্রাহ্মণ।
Leave a Reply