বাবু [ bābu ] বি.
1 হিন্দু ভদ্রলোকের নামের সঙ্গে ব্যবহৃত উপাধি (রামবাবু হরিবাবু);
2 কেরানি (‘হেড় অফিসের বড়বাবু’: সু.রা.);
3 হিন্দু পরিবারের গৃহকর্তা বা অন্য বয়স্ক পুরুষ;
4 মনিব (বাবুর বাড়ির কাজ);
5 বাবা, পিতা;
6 বত্স, বাছা;
7 জমিদার (‘বাবুদের তালপুকুরে’: নজরুল);
8 বেশ্যার মালিক বা পোষক।
☐ বিণ.
1 শৌখিন, বিলাসী (বাবুগিরি);
2 আয়েসি (এই বয়সে এমন বাবু হয়ে কাটালে ভালো হয় না)।
[তু. বাং. বাপু < ফা. বাবু]।
বাবুগিরি, বাবুয়ানি বি. বিলাসিতা, শৌখিন চালচলন।
বাবুজি, বাবুমশাই বি. অবাঙালি কর্তৃক বাঙালিকে অথবা নিম্নপদস্হ ব্যক্তি কর্তৃক উচ্চপদস্হ ব্যক্তিকে সম্বোধন।
বাবু হয়ে বসা ক্রি. বি. আসনপিঁড়ি হয়ে অর্থাত্ দুই হাঁটু মুড়ে দুই পদতল কোলের কাছে এনে বসা।
Leave a Reply