বাপ [ bāpa ] বি.
1 বাবা, পিতা;
2 পুত্রস্হানীয় ব্যক্তিকে স্নেহসম্বোধন।
[সং. বপ্র]।
বাপকা বেটা, বাপের ব্যাটা বি. পিতার উপযুক্ত পুত্র।
বাপঠাকুরদা, বাপদাদা বি. পিতৃ পুরুষেরা (বাপঠাকুরদার আমল)।
বাপধন বি. পুত্রস্হানীয় ব্যক্তিকে স্নেহসম্বোধনবিশেষ।
বাপ বাপ অব্য. ভয় বা বিপদ থেকে মুক্তির আশ্বাসূচক উক্তি (বাপ বাপ বলে পালানো)।
বাপ তোলা ক্রি. বি. বাপান্ত করা, বাপের নামে গাল দেওয়া।
বাপের জন্মে ক্রি-বিণ. কোনো কালে (এমন কথা বাপের জন্মে শুনিনি)।
বাপা বি. (আদরে বা বিদ্রুপে) বাবা।
বাপান্ত বি. কারও বাপের নাম করে গালিগালাজ (‘উঠিতে বসিতে করি বাপান্ত’: রবীন্দ্র)।
বাপি বি. বাবা বা ছেলেকে প্রিয়সম্বোধন।
বাপু বি. অব্য. স্নেহপাত্রকে বা পদমর্যাদায় হীনতর ব্যক্তিকে সম্বোধন; বিরক্তি ক্রোধ প্রভৃতি সূচক (তুমি বাপু কাজটা ভালো করনি)।
বাপস অব্য. ভয় বিস্ময় ইত্যাদি সূচক।
Leave a Reply