বাধা1 [ bādhā1 ] বি. চামড়ার ফিতে দিয়ে বাঁধা একরকম চটিজুতো বা খড়ম (‘নন্দের বাধা’)।
[সং. বধ্রী]।
বাধা2 [ bādhā2 ] বি.
1 ব্যাঘাত, বিঘ্ন, প্রতিবন্ধ (কাজে বাধা, কথায় বাধা পড়া, বাধা অতিক্রম);
2 নিষেধ (দৈবের বাধা, নিয়তির বাধা);
3 উপদ্রব।
[সং. √ বধ্ + অ + আ]।
বাধাদান বি. বাধা দেওয়া, বিঘ্ন সৃষ্টি করা (অন্যের কাজে বাধাদান)।
বাধানিষেধ বি. বারণ, মানা, নিষেধ।
বাধাপ্রাপ্ত বিণ. ব্যাহত, বাধা পেয়েছে এমন (গতি বাধাপ্রাপ্ত হওয়া)।
বাধাবন্ধ বি. 1 বাধা, প্রতিবন্ধ; 2 নিষেধ।
বাধাবিঘ্ন বি. ব্যাঘাত, বাধা।
বাধা3 [ bādhā3 ] ক্রি. বি.
1 জড়িয়ে যাওয়া, আটকানো (কথা বাধে না);
2 অপ্রীতিকর কিছু ঘটা (তর্ক বেধে যায়, হাঙ্গামা বেধে গেল, যুদ্ধ বাধবে);
3 বাধা পাওয়া, বিরুদ্ধ হওয়া (ধর্মে বাধে, মিথ্যে কথা বলতে মোটেই বাধে না);
4 কষ্টবোধ করা (গিলতে বাধছে, বিশ্বাস করতে বাধে)।
☐ বিণ. জড়িত; বাধাপ্রাপ্ত; আবদ্ধ।
[সং. √ বাধ্ + বাং. আ]।
বাধানো ক্রি. বি.
1 বদ্ধ করা, আটকানো;
2 ঘটানো (ঝগড়া বাধানো)।
☐ বিণ. উক্ত উভয় অর্থে।
Leave a Reply