বাদশাহি [ bāda-śāhi ] বি.
1 বাদশাহের পদ, অধিকার বা রাজ্য;
2 বাদশাহের বা তত্তুল্য আড়ম্বরপূর্ণ জীবনযাপন-তু. নবাবি।
☐ বিণ.
1 বাদশাহসম্বন্ধীয়;
2 বাদশাহের উপযুক্ত বা তুল্য (বাদশাহি চালচলন, বাদশাহি মেজাজ-তু. নবাবি, আমিরি।
[বাং. বাদশাহ < ফা. পাদ্শাহ্ + বাং. ই]।
Leave a Reply