বাত্যা [ bātyā ] বি. প্রবল বায়ু, ঝড় (বাত্যাবিধ্বস্ত)।
[সং. বাত2 + য + আ]।
বাত্যাতাড়িত বিণ. ঝড়ের বেগে দূরে নিক্ষিপ্ত বা চালিত (‘বাত্যাতাড়িত পতঙ্গের মত’: ব. চ.)।
বাত্যাপীড়িতবিণ. ঝড়ের মুখে পড়েছে এমন, ঝটিকাহত।
বাত্যাবিক্ষুব্ধ বিণ. ঝড়ের মুখে পড়েছে এমন; ঝড়ে বিধ্বস্ত।
Leave a Reply