বাতাস [ bātāsa ] বি.
1 হাওয়া, বায়ু, বায়ুপ্রবাহ (ঝাড়ো বাতাস);
2 ব্যজন (বাতাস করা);
3 (প্রধানত মন্দার্থে) প্রভাব, সংস্রব (ভূতের বাতাস লাগা);
4 অপদেবতার আক্রমণ (ছেলেটার গায়ে বাতাস লেগেছে)।
[সং. বাত-তু. হি. বতাস্]।
বাতাস দেওয়া ক্রি. বি.
1 হাওয়া দেওয়া, ব্যজন করা (উনুনে বাতাস দেওয়া);
2 (আল.) উত্তেজিত করা।
Leave a Reply