বাত1 [ bāta1 ] বি.
1 কথা, বাক্য (‘শুনিতে তাহারি বাত’: চণ্ডী);
2 (বিদ্রুপে) গালভরা কথা, বড়ো বড়ো কথা (আর বাত দিয়ো না);
3 খবর, সংবাদ (‘ঘরে বসে পুছে বাত’: খ. ব.)। [সং. বার্তা]।
বাত2 [ bāta2 ] বি.
1 বাতাস, বায়ু (বাতায়ন, বাতাবর্ত);
2 রোগবিশেষ (গেঁটে বাত);
3 দেহস্হ ধাতুবিশেষ (বাত পিত্ত-কফ)।
[সং. √ বা + ত-তু. ফা. বাদ (=বাতাস)]।
বাতকর্ম বি. অপানবায়ু বা অপানবায়ুত্যাগ, মলদ্বার দিয়ে নির্গত দেহমধ্যস্হ দুর্গন্ধযুক্ত বায়ু।
বাতগ্রস্ত বিণ. বাত রোগে আক্রান্ত।
বাতরক্ত বি. রক্তদোষজনিত রোগবিশেষ।
বাতল বিণ.
1 বাতযুক্ত, বায়ুময়;
2 স্ফীত;
3 ফাঁপা;
4 (বাং.) বাতরোগগ্রস্ত;
5 (বাং.) বায়ুরোগগ্রস্ত।
Leave a Reply