বাণিজ্য [ bāṇijya ] বি. ব্যাবসা, পণ্যদ্রব্যাদি কেনা-বেচার বা আমদানি-রপ্তানির কাজ।
[সং. বণিজ্ + য]।
বাণিজ্যতরি বি. (কেবল) পণ্যদ্রব্যাদি পরিবহণে ব্যবহৃত নৌকা জাহাজ ইত্যাদি।
বাণিজ্যদূত বি. কোনো রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য আগত সরকারি দূত।
বাণিজ্যিক বিণ. বাণিজ্যবিষয়ক; বাণিজ্যের (বাণিজ্যিক স্বার্থ)।
Leave a Reply